প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর, ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারী বাড়ার পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকরা। তার মধ্যে সবচেয়ে বড় কারণ ‘রাজনীতি’। পর্যবেক্ষকদের মতে, সম্প্রতি সামাজিকমাধ্যমে অবাধে মতপ্রকাশের সুযোগ আগের চেয়ে বেড়েছে। বেড়েছে রাজনৈতিক বিরোধও।
একই সঙ্গে পটপরিবর্তনের পর একটি পক্ষ শুধুই ফেসবুকমুখী প্রচারণায় নেমেছে। রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে সামাজিকমাধ্যম বড় হাতিয়ার হয়ে ওঠায় সব প্ল্যাটফর্মে ব্যবহারকারী বাড়ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনার বৈশ্বিক প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাটের পরিসংখ্যান বলছে, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী—বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা ১৭ কোটি ৯৫ লাখের কিছু বেশি। চলতি বছরের আগস্ট মাসের হিসাব অনুযায়ী—ফেসবুকে বাংলাদেশি ব্যবহারকারী রয়েছে ৭ কোটি ৩৩ লাখ ৩৬ হাজারের বেশি, যা মোট জনসংখ্যার প্রায় ৪১ শতাংশ।
ঠিক এক বছর আগে অর্থাৎ ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী ছিলেন ৬ কোটি ৮৪ লাখ ৭৫ হাজারের কিছু বেশি। সে হিসাবে এক বছরে ফেসবুকে বাংলাদেশি ব্যবহারকারী বেড়েছে ৪৮ লাখ ৬১ হাজারেরও বেশি।
একই সময়ে জনপ্রিয় আরেক সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামেও ১৭ লাখ ২১ হাজারের বেশি ব্যবহারকারী বেড়েছে। ২০২৪ সালের আগস্টে ইনস্টাগ্রামে বাংলাদেশি ব্যবহারকারী ছিলেন ৭৬ লাখ ১৬ হাজারের মতো। চলতি বছরের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ লাখ ৩৮ হাজারে।
মেটার ম্যাসেজিং অ্যাপ ফেসবুক ম্যাসেঞ্জারেও প্রায় ৫৭ লাখ ব্যবহারকারী বেড়েছে। ২০২৪ সালের আগস্টে ম্যাসেঞ্জার ব্যবহারকারী ছিলেন ৬ কোটি ১৭ লাখ ৮৪ হাজারের মতো। ২০২৫ সালের আগস্টের পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশের ৬ কোটি ৬ কোটি ৭৪ লাখ ৬৮ হাজার মানুষ ম্যাসেঞ্জার ব্যবহার করছেন।